সীতাকুন্ডে গাড়ির ধাক্কায় নৈশ প্রহরী নিহত

1

সীতাকুন্ড প্রতিনিধি

সীতাকুন্ডে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মো. হামদু মিয়া লেদু (৭০) নামে এক বৃদ্ধ নৈশ প্রহরী নিহত হয়েছেন। গতকাল সোমবার ভোরে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাট এলাকায় ফরেস্ট বিট অফিস সংলগ্ন মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত নৈশ প্রহরী উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ বাঁশবাড়িয়া গ্রামের মৃত আমিরুজ্জামানের পুত্র। নিহত হামদু মিয়া মাদামবিবিরহাট এলাকায় জননী এন্টারপ্রাইজ নামে প্রতিষ্ঠানে নৈশ প্রহরী হিসেবে কর্মরত ছিলেন।
জানা যায়, সোমবার ভোরে মাদামবিবিরহাট এলাকায় ফরেস্ট বিট অফিসের কাছে মহাসড়ক পারাপারের সময় চট্টগ্রামমুখী লাইনে অজ্ঞাত একটি গাড়ি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা লাশটি উদ্ধার করে নিহতের বাড়িতে পাঠিয়ে দেন। এসব বিষয়ে জানতে চাইলে সীতাকুন্ডের বার আউলিয়া হাইওয়ে থানার ওসি খোকন চন্দ্র ঘোষ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,‘হাইওয়ে পুলিশের টহল পুলিশের টিম ঘটনাস্থলে যাওয়ার আগে স্হানীয়রা নিহতের লাশটি উদ্ধার করে বাড়িতে পাঠিয়ে দেয়। লোকটি নৈশ প্রহরীর চাকরি করতো। সড়ক পার হতে গিয়ে দুর্ঘটনা শিকার হয়। তবে কি গাড়িতে মৃত্যু হয়েছে সেটি নিশ্চিত করা যায়নি।