সীতাকুন্ডে কারের ধাক্কায় বৃদ্ধ নিহত

1

সীতাকুন্ড প্রতিনিধি

সীতাকুন্ডে প্রাইভেটকারের ধাক্কায় মো. শামসুল আলম (৭১) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের কোট্টা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শামসুল আলম স্থানীয় বাঁশবাড়িয়া এলাকার মৃত আব্দুল হকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শামসুল আলম কোট্টা বাজার এলাকায় সড়ক পার হচ্ছিলেন। এ সময় চট্টগ্রামমুখি একটি প্রাইভেট কার তাকে ধাক্কা দিলে তিনি রাস্তার পাশে ছিটকে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সীতাকুন্ডের বার আউলিয়া হাইওয়ে থানার ওসি মো. আব্দুল মমিন বলেন, এ ঘটনায় প্রাইভেট কার এবং চালক পুলিশ হেফাজতে রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয়দের তথ্যমতে জেনেছি, বৃদ্ধটি মাগরিবের নামাজ পড়তে মহাসড়ক পার হচ্ছিলেন। সেই মুহুর্তে তাকে গাড়ি ধাক্কা দেয়। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।