সীতাকুন্ডে আলোচিত ‘ভাবির হোটেল’কে জরিমানা

0

সীতাকুন্ড প্রতিনিধি

সীতাকুন্ডে ‘ভাবির হোটেল’ কে জরিমানা করেছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফখরুল ইসলাম এ আদালত পরিচালনা করে প্রাথমিকভাবে ১০ হাজার টাকা জরিমানা করেন। এসময় উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য পরিদর্শক (সীতাকুন্ড) মো. জাহেরুল হকসহ পুলিশ সদস্যরা।
জানা যায়, দীর্ঘদিন ধরে ক্রেতা সাধারণের মন আকৃষ্ট করে অস্বাস্থ্যকর পরিবেশে প্রথমে ভাতের হোটেল ও পরে মিষ্টি, দধি ও ঘি বিক্রির মাধ্যমে ব্যবসা পরিচালনা করে আসছে ‘ভাবির হোটেল’। হোটেলটি নেট দুনিয়ায় ভাইরাল হওয়ায় জনপ্রিয়তার শীর্ষে উঠে সুইজাম মাংস ও ভাত বিক্রির মাধ্যমে। সীতাকুন্ড পৌরসভার উত্তর বাজার এলাকায় হোটেলটির অবস্থান হলেও চট্টগ্রাম তথা দেশের বিভিন্ন অঞ্চল থেকে এই হোটেলে ভাত খাওয়ার জন্য আসেন লোকজন। মুলত সৌখিন লোকজনই বেশি আসেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম বলেন, ‘অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি, দধি ও ঘি তৈরি করে বিক্রি করছে ভাবির হোটেল নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান। আমরা অভিযান পরিচালনা করে ঘটনার সত্যতা পাই। প্রাথমিকভাবে ১০ হাজার টাকা জরিমানা করেছি। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও বিক্রি এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের এ সকল অভিযান চলমান থাকবে।’