সীতাকুন্ডে অস্ত্রসহ তিন আসামি গ্রেপ্তার

2

সীতাকুন্ড প্রতিনিধি

সীতাকুন্ডে অস্ত্রসহ তিন আসামিকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের বড়দারোগারহাট বাজার থেকে তাদের আটক করে যৌথ বাহিনী। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, বড় দারোগারহাট উত্তর রহমতনগর নুরুজ্জামানের দুই পুত্র নুরুল ইসলাম(৪৫),জহিরুল ইসলাম(২৮) ও ৭নং ওয়ার্ড ফুরাদপুর ইউনুস মিয়ার পুত্র জয়নাল আবেদিন(৫২)। গ্রেপ্তারকৃত আসামিদের কাছ থেকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার করেন। সীতাকুন্ড মডেল থানার ওসি মো. কামাল উদ্দিন জানান, সন্ধ্যার দিকে মহাসড়কের বড় দারোগারহাট বাজারে কয়েকটি পক্ষ অস্ত্র শস্ত্র দলবদ্ধ হয়ে মহড়া দিচ্ছিল। স্থানীয় লোক ও বাজার ব্যবসায়ীদের কাছ থেকে বিষয়টি বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশকে অবগত করেন। তাৎক্ষণিক পুলিশ ও সেনাবাহিনী গিয়ে ঘটনাস্থল থেকে হাতেনাতে একটি দেশীয় তৈরি এক নলা বন্দুকসহ তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী জানান, গতকাল বৃহস্পতিবার বড়দারোগারহাট বাজারের নির্ধারিত দিন ছিল। সেই মোতাবেক পক্ষদ্বয় বাজারের হাসিল তোলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে লিপ্ত হয়। এরপর সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী এসে অস্ত্রসহ হাতেনাতে তিনজনকে আটক করে।