সীতাকুন্ডে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে টিন বিতরণ

37

 

চট্টগ্রামের সীতাকুন্ডের বাড়বকুন্ডে দুটি স্থানে আগুনে পুড়ে যাওয়া পরিবারগুলো স্থানীয় এমপি আলহাজ্ব দিদারুল আলম নিজ অর্থায়নে টিন বিতরণ করেছেন। গত শনিবার বিকালে উপজেলার বাড়বকুন্ডের নড়ালিয়া এগারোটি ও বাড়বকুন্ড বাজার বড়ুয়া পাড়া এলাকায় পাঁচটি পরিবারকে এসব টিন বিতরণ করেন। এ সময় তিনি বলেন, আমি প্রাথমিকভাবে পুড়ে যাওয়া অসহায় পরিবারকে টিন বিতরণ করেছি এবং পুড়ে যাওয়া পরিবারের কোন শিক্ষার্থীর বই-খাতার প্রয়োজন হলে,আমি বাড়বকুন্ড ছাত্রলীগের মাধ্যমে বই-খাতা বিতরণ করবো। সরকারিভাবেও আমি লিস্ট করতে বলেছি চেয়ারম্যানকে। ইউএনওকে বলে দ্রুততার সহিত সাহায্যে-সামগ্রী দেওয়ার ব্যবস্থা করবো। টিন বিতরণের সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান সাদাকাত উল্ল্যা মিয়াজি, উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মো. নিজাম উদ্দিন, ইউনিয়ন মুক্তিযোদ্ধা বিষয় সম্পাদক মো. ছালেক, জসীম উদ্দিন, জয়নাল আবেদিন, সাহাব উদ্দিন, যুবলীগ নেতা রাশেদ খান, স্বেচ্ছাসেবক নেতা বেলায়েত হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মিনহাজ উদ্দিন, ইকরামুল হাসান, ইউসুফ বেলাল, রহিম উদ্দিন, খালেকসহ প্রমুখ। উল্লেখ্য, গত ৭মার্চ বাড়বকুন্ড বাজার বড়ুয়া পাড়া ও নয়ই মার্চ একই ইউনিয়নের নড়ালিয়া এলাকায় আগুনে নিস্ব হয়ে পড়ে ষোলটি পরিবার। এ সকল পরিবারগুলোকে স্থানীয় সাংসদ বন্ত্র বিতরণ করেন এবং চৌদ্দ মার্চ প্রতি বারকে ঘর নির্মাণ করার জন্য টিন বিতরণ করেন।