সীতাকুন্ডের সহস্রধারা ঝর্ণায় শিক্ষার্থীর মৃত্যু

3

সীতাকুন্ড প্রতিনিধি

সীতাকুন্ডের ছোট দারোগাহাটে অবস্থিত পাহাড়ি সহস্রধারা ঝর্ণার লেকের পানিতে ডুবে তাহসিন আনোয়ার (১৭) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বিকাল ৫ টার দিকে উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের ছোট দারোগাহাটের সহস্রধারা ঝর্ণায় এ ঘটনা ঘটে। তাহসিন চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার ডিওএইচএস এলাকার মো. আনোয়ার হোসেনের ছেলে ও এবারের এইচএসসি পরীক্ষার্থী।
জানা যায়, চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকা থেকে তাহসিনসহ সাত বন্ধু শনিবার দুপুরের দিকে সহস্রধারা ঝর্ণায় ঘুরতে যান। ঘুরাঘুরি শেষে বিকালে ঝর্ণার পাশে থাকা লেকে গোসল করতে নামে তাহসিন ও তার বন্ধুরা। গোসলে নামা ছয়জন সাঁতরে উপরে উঠতে পারলেও সাঁতার না জানার কারণে ডুবে যায় তাহসিন। খবর পেয়ে সীতাকুন্ড থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাহসিনের লাশ উদ্ধার করেন।
এ বিষয়ে জানতে চাইলে ইজারাদার এআর এন্টারপ্রাইজের পক্ষে শরীফ চৌধুরী বলেন, আমরা সহস্রধারা ঝর্ণা ইজারা নেয়ার পর থেকে শতভাগ চেষ্টা করেছি পর্যটকদের নির্বিঘ্নে ও বিপদমুক্ত সহস্রধারা ঝর্ণাসহ আশেপাশের দর্শনীয় স্থান উপভোগ করার ব্যবস্থা করতে। সেই মোতাবেক লাইফ জ্যাকেট, সাঁতার কাটার রিংসহ যাবতীয় সেফটি রেখেছি। দুঃখের বিষয় এতো এতো প্রস্তুতি থাকার পরও একজন শিক্ষার্থী বেড়াতে এসে পানিতে ডুবে মারা গেল। আমি দুঃখ প্রকাশ করছি। এটা আসলে আমার কাছেও কষ্টদায়ক।
সীতাকুন্ড থানার ওসি (তদন্ত) মো. আলমগীর হোসেন বলেন, ‘বারৈয়ারঢালা ইউনিয়নে ছোট দারোগারহাট সহস্রধারা ঝর্ণায় বেড়াতে আসা কিশোর তাহসিন সাঁতার না জানার কারণে ডুবে মারা গেছে। ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পরে ফায়ার সার্ভিসও ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। পরিবারকে খবর দেওয়া হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে। নিহতের পরিবার আসলে মরদেহ হস্তান্তর করা হবে’।