সীতাকুন্ডের লোকালয় থেকে চিত্রাহরিণ উদ্ধার

1

সীতাকুন্ড প্রতিনিধি

সীতাকুন্ডে লোকালয়ে এসে কুকুরের কামড়ে আহত একটি চিত্রা হরিণ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার দুপুরের দিকে উপজেলার বাড়বকুন্ড ইউনিয়নের অলিনগর বেড়িবাঁধ এলাকা থেকে আহত হরিণটিকে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে বন বিভাগের লোকজন।
জানা যায়, সকালের দিকে বেড়িবাঁধ এলাকায় বন থেকে মিঠা পানি পান করতে একটি চিত্রা হরিণ লোকালয়ে বের হয়ে আসলে কুকুরের কবলে পড়ে। এ সময় হরিণটি কুকুরের কামড়ে আহত হয়ে দূর্বল হয়ে পড়ে। স্থানীয় লোকজন আহত হরিণটিকে উদ্ধার করে বন বিভাগের লোকজনকে খবর দেয়। পরে বন বিভাগের লোকজন এসে হরিণটিকে প্রথমে সীতাকুন্ড পশু বিভাগে ও পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম পশু হাসপাতালে প্রেরণ করেন।
সীতাকুন্ড বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. রনি আলী খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, উপজেলার বগাচতর,মহানগর, পশ্চিম বাকখালী, সৈয়দপুর ও বাড়বকুন্ডসহ বিভিন্ন জায়গা ম্যানগ্রোভ বন অধ্যুষিত। মিঠা পানি পান করতে হরিণটি লোকালয়ে চলে আসলে কুকুরের কামড়ে আহত হয় বলে স্থানীয় লোকজন উদ্ধার করে আমাদের খবর দেয়। খবর পেয়ে আমরা হরিণটিকে প্রথমে সীতাকুন্ড উপজেলা প্রাণী সম্পদ বিভাগে প্রাথমিক চিকিৎসা প্রদান করি। এরপর উন্নত চিকিৎসার জন্যে চট্টগ্রাম বন্য প্রাণী ডিবিশন হাসপাতালে প্রেরণ করেছি।