চট্টগ্রাম দাবা খেলোয়াড় সমিতি আয়োজনে স্টেডিয়াম শপিং কমপেক্স মার্কেটস্থ নিজস্ব কার্যালয়ে একদিনে র্যাপিড ও বিটজ ২টি টুর্নামেন্ট ০৯ মে শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় সিসিপিএ ৪৮তম ফিদে রেপিড রেটিং দাবা টুনামেন্ট ৭ রাউন্ড শেষে ৬ পয়েন্ট পেয়ে ইফতেখার আলম চ্যাম্পিয়ন সমান সখ্যক খেলায় ৫.৫ পয়েন্ট পেয়ে ফিদে মাস্টার আব্দুল মালেক রানার-আপ হওয়ার গৌরব অর্জন করেন। সমান সংখ্যক খেলায় ৫ পয়েন্ট নিয়ে টাইব্রেকিং পদ্ধতিতে রাব্বি সেলিম ৩য়, মির্জা আরিফুর রহমান ৪র্থ, মুজিবুর রহমান ৫ম, মো. হাসান ৬ষ্ঠ, রুবেল হোসেন ৭ম, ৪.৫ পয়েন্ট পেয়ে করিম শাহিন ৮ম স্থান অর্জন করেন এবং ৫০ উর্দ্বে সেরা এস এম তারেক, অনুর্ধ্ব ১৬ সেরা আহমেদ আফরাজ আরশান পুরস্কার লাভ করেন।
অন্যদিকে বিকাল ৩টা ৩০মিনিটে অনুষ্ঠিত সিসিপিএ ৯ম বিটজ রেপিড রেটিং দাবা টুনামেন্ট ৭ রাউন্ড শেষে ৬ পয়েন্ট পেয়ে ইফতেখার আলম চ্যাম্পিয়ন সমান সংখ্যক খেলায় ৫.৫ পয়েন্ট পেয়ে টাইব্রেকিং ফিদে মাস্টার আব্দুল মালেক রানার-আপ দিপংকর চাকমা ৩য় স্থান, ৫ পয়েন্ট পেয়ে করিম শাহিন ৪র্থ, রুবেল হোসেন ৫ম, ৪.৫ পয়েন্ট পেয়ে এস এম তারেক ৬ষ্ঠ, মির্জা অরিফুর রহমান ৭ম এবং উর্দ্ধ ৫০ এর সরিত কুমার চাকমা সেরা খেলোয়াড়ের পুরস্কার অর্জন করেন।
সমিতির সহ-সভাপতি মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ফিদে মাস্টার আব্দুল মালেক, সাবেক সাধারণ সম্পাদক এস এম তারেক, সিসিপিএ এর পৃষ্ঠপোষক ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফজলে নুর বাপ্পি প্রমুখ।