সিসিএ গ্রূপ চ্যাম্পিয়ন শ্রীলংকানদের ২য় জয়

23

রিলায়েন্স শিপিং এন্ড লজিস্টিক্স এর চেয়ারম্যান মোহাম্মদ রাশেদ এর আর্থিক পৃষ্ঠপোষকতায় লিজেন্ড অব হাটহাজারী ক্রিকেট আয়োজিত রিলায়েন্স অ্যামেচার (ত্রিশোর্ধ) ক্রিকেট টুর্নামেন্টের ৪র্থ দিনে
দু’টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে প্রথম খেলায় সিসিএ সিনিয়রস ক্লাব ২৫ রানে লিজেন্ড অব হাটহাজারী ক্রিকেটকে পরাজিত করে। সিসিএ সিনিয়রস ক্লাব তিন খেলার তিনটিতেই জয় পাওয়ার সুবাদে গ্রূপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালের টিকিট কনফার্ম করেছে। সিসিএ সিনিয়রস ক্লাব (১৬৪/১০/২০): আরিফ ৬৩(৪৩), সানি ৩১(২৪), সোহেল ১১, রিপন ৩ উইকেট, মিজানুর রহমান নান্টু ২ উইকেট।
লিজেন্ড অব হাটহাজারী (১৩৯/১০/২০): রিশাদ ৪০ (২১), নিজাম ২৬ (১৮), আসাদ ৪ ও সোহেল ২ উইকেট দখল করেন। ম্যাচসেরা আরিফের হাতে ক্রেস্ট তুলে দেন কৃতি ক্রিকেটার ও সংগঠক আবুল হাসেম রাজা। দিনের অপর ম্যাচে শ্রীলংকান অ্যাসোসিয়েশন ৬ উইকেটে চিটাগাং মাস্টার্সকে পরাজিত করে টানা ২য় জয় পায়। চিটাগাং মাস্টার্স (১৯১/১০/২০): রাজীব মোস্তফা ৪৫(৩৬), ফয়সাল ৪৪ (৩১), শ্রীলংকা ১৯৩/৪ গায়ান ৬৫(২৮), রেহান ৪৪ (২৫)। ম্যাচসেরা গায়ানের হাতে ক্রেস্ট তুলে দেন কৃতি ক্রিকেটার ও সংগঠক ব্যারিস্টার ফয়সাল দস্তগীর। বিজ্ঞপ্তি