সিসিএল ব্লুচীজ স্নুকার ও এইটবল পুলের পুরস্কার বিতরণ

1

চিটাগাং ক্লাব লিঃ আয়োজিত সিসিএল ব্লুচীজ স্নুকার এন্ড এইটবল পুল টুর্নামেন্ট ২০২৫ এর বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ২৫ ফেব্রুয়ারি ক্লাব লনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান চীফ হোস্ট ছিলেন চিটাগাং ক্লাব লিঃ‘র চেয়ারম্যান শোভন এম শাহাবুদ্দিন (রাজ )। প্রধান অতিথি ছিলেন টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ব্লুচীজ এর সত্ত্বাধিকারী ডাঃ মোহাম্মদ কামরুজ্জামান। এছাড়া, চিটাগাং ক্লাব ভাইস চেয়ারম্যান সৈয়দুল আনোয়ার ফরহাদ এবং ক্লাব কার্যকরী কমিটির সদস্য যথাক্রমে মোহাম্মদ শাহ আকরাম জাবেদ হাশেম নান্নু, এ এ এম ইমতিয়াজ চৌধুরী (রকি), শেখ হাসান জামান, তৌফিক ফরহাদ নুর, দিলদার আহমেদ, মোহাম্মদ কামরুল ইসলাম প্রমুখসহ বহু ক্রীড়ামোদি ক্লাব সদস্য উপস্থিত ছিলেন। সাবেক সিসিএল ভাইস চেয়ারম্যান মঞ্জুরুল হক মঞ্জুর সঞ্চালনায় এই অনুষ্ঠানে অনুষ্ঠানে পৃষ্ঠপোষক ব্লুচীজ এর কো-ফাউন্ডার সীমিন জামান উপস্থিত ছিলেন। উল্লেখ্য বিলিয়ার্ড ও স্নুকার বিভাগের মেম্বার-ইনচার্জ চৌধুরী এম মাহতাব উদ্দিন (হুমায়ুন) এর সার্বিক তত্ত্বাবধানে গত ৩ ফেব্রুয়ারি থেকে এই টুর্নামেন্ট শুরু হয়।