সিসিএল ব্লুচীজ পুলে চ্যাম্পিয়ন নাফি রানার আপ আরশাদ

1

চিটাগাং ক্লাব লিঃ আয়োজিত সিসিএল ব্লুচীজ স্নুকার এন্ড এইটবল পুল টুর্নামেন্ট ২০২৫ এর এইট বল পুল ফাইনাল খেলা গত ২৪ ফেব্রুয়ারি (সোমবার) রাতে সম্পন্ন হয়েছে।
রাত ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত স্থায়ী এই উত্তেজনাকর খেলায় সাবেক মেম্বার ইনচার্জ সৈয়দ আরশাদুল হককে ১১-০৮ গেমে হারিয়ে চ্যাম্পিয়নশিপ অর্জন করেন নাফি বিন রিয়াজ।
খেলাটি উপভোগ করার জন্য চিটাগাং ক্লাব লিঃ‘র চেয়ারম্যান শোভন এম শাহাবুদ্দিন রাজ সহ ক্রীড়ামোদি ক্লাব সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।