চিটাগাং ক্লাব লিমিটেড‘র উদ্যোগে দুই দিন ব্যাপি সিসিএল – এম এ নুর স্মৃতি দাবা টুর্নামেন্ট ২০২৫ গত ২৭ জুন (শুক্রবার) সম্পন্ন হয়। এই টুর্নামেন্টে চ্যাম্পিয়নশিপ অর্জন করেন আবিয়ান লতিফ দোভাষ এবং রানার আপ হন ফারহান চৌধুরী। এতে অনুর্ধ ১৪ বেস্ট প্রতিযোগী হিসেবে পুরস্কৃত হন চৌধুরী মোহাম্মদ আয়ান জামান। এছাড়া বেস্ট আনরেটেড, বেস্ট ফিমেল, এবং ৬০ ঊর্ধ্ব বেস্ট প্রতিযোগী হিসেবে পুরস্কৃত হন যথাক্রমে রাজীব মোহাম্মদ মোস্তাফা, শায়লা মাহমুদ ও প্রফেসার ডাঃ মাহমুদুল হক চৌধুরী।
এই উপলক্ষে একই দিন সন্ধ্যায় পুরস্কার বিতরনী অনুষ্ঠানে চীফ হোস্ট ছিলেন চিটাগাং ক্লাব ভাইস চেয়ারম্যান সৈয়দুল আনোয়ার (ফরহাদ)। অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চিটাগাং ক্লাব এর সাবেক চেয়ারম্যান মিয়া মোহাম্মদ আব্দুর রহিম এবং প্রিমিয়ার ইউনিভার্সিটির প্রফেসার ড. মোহিত উল আলম। স্বাগত বক্তব্য রাখেন চিটাগাং ক্লাব দাবা বিভাগের মেম্বার ইনচার্জ ও জেনারেল কমিটির মেম্বার তৌফিক ফরহাদ নুর। এছাড়া চিটাগাং ক্লাব জেনারেল কমিটির মেম্বার যথাক্রমে দিলদার আহমেদ, মোহাম্মদ কামরুল ইসলাম, মোহাম্মদ মহিউদ্দিন ছাড়াও সাবেক সিসিএল জেনারেল কমিটি মেম্বার মাহবুবুল কবির খান শান্তুনু ও মোহাম্মদ এয়াকুব এবং সিনিয়র ক্লাব সদস্য প্রফেসার ডাঃ মাহমুদুল হক চৌধুরী ও রফিক অনোয়ার সহ টুর্নামেন্টের চীফ অরবিটর চেসকোড একাডেমির পরিচালক মোঃ মহসিন জামান(পাপ্পু) প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সিসিএল দাবা সাব কমিটির কনভেনর শায়লা মাহমুদ। ্উল্লেখ্য, ছয় জন রেটেড খেলোয়াড় সহ মোট ৩৪ জন প্রতিযোগী এই টুর্নামেন্টে অংশ গ্রহণ করেন। ফিসকো পেইন্ট এন্ড সিরামিক্স টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করে।