পূর্বদেশ ডেস্ক
সিলেটের কানাইঘাট উপজেলা সীমান্ত দিয়ে ফের ২১ জনকে ঠেলে বাংলাদেশে পাঠিয়েছে বিএসএফ। গতকাল শনিবার সকালে উপডজেলার সীমান্তের সনাতনপুঞ্জি এলাকা দিয়ে তাদের ঠেলে দেওয়া হয় বলে জকিগঞ্জ ব্যাটালিয়ন-১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার।
কানাইঘাট থানার ওসি আব্দুল আউয়াল জানান, এই ২১ জনের মধ্যে ১২ জন পুরুষ, চারজন নারী ও পাঁচজন শিশু রয়েছে। তারা কুড়িগ্রাম আর রাজশাহী জেলার বাসিন্দা বলে জানিয়েছে বিজিবি। থানায় কাছে হন্তান্তর করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি। ১৪ মে একই উপজেলার আটগ্রাম সীমান্ত দিয়ে ১৬ জনকে ঠেলে পাঠিয়েছিল বিএসএফ। খবর বিডিনিউজের।