সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের কম্বল বিতরণ

1

গত ২৪ জানুয়ারি নগরীর কাজির দেউরী মোড়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্লাবের হলে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে চট্টগ্রামের ৫টি এতিমখানার শিক্ষার্থী ও শীতার্ত দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের স্থায়ী পরিষদের চেয়ারম্যান মো. জামাল উদ্দিন আহমেদ। প্রধান বক্তা ছিলেন জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির সাবেক অধ্যাপক, আধুনিক ই-লার্ণিং এর জনক অধ্যাপক ড. বদরুল হুদা খান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক অতিরিক্ত পরিচালক মো. একরাম হোসেন, সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি, চট্টগ্রাম সাংস্কৃতিক মোর্চার সদস্য সচিব মো. জসিম উদ্দিন চৌধুরী, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য আমিরুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিলেট থেকে আগত মো. ফয়সাল আহমেদ, মো. আব্দুল মালেক, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য, জাহাজী শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি মো: নুরুল হুদা চৌধুরী, দারুচ্ছালাম মাদ্রাসার পরিচালক আলহাজ মো. আব্দুল আলিম। সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি, সাংবাদিক ও সংগঠক মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে ও সহ সমাজ কল্যাণ সম্পাদক ফারহানা আফরোজার সঞ্চালনায় বক্তব্য রাখেন সাহাব উদ্দিন খালেদ ফারুক, এইচ এম শামীম, মো. আনোয়ার হোসেন, মো. মাসুদ রানা, জান্নাতুল ফেরদৌস রিয়া, লিয়াকত হোসেন লিমন, আরিফুল আকবর চৌধুরী, আবুল হাশেম। বিজ্ঞপ্তি