সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন এর উদ্যোগে চট্টগ্রাম বিভাগের নোয়াখালী জেলার বন্যাদুর্গত ৬ শ’ অসহায় মানুষের মাঝে ফ্রি মেডিসিনসহ চিকিৎসা সেবা প্রদান করা হয়। গত ৬ সেপ্টেম্বর শুক্রবার মহিন উদ্দিন দুলাল ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় সোনাপুর সোনাইমুড়ী আলী আকবর উচ্চ বিদ্যালয়ে হেলথক্যাম্প অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. শহিদুল ইসলাম ও পরিচালনা করেন লায়ন এম সাজ্জাদ হোসাইন। ক্যাম্প পরিদর্শন করেন সোনাইমুড়ী পৌরসভার সাবেক মেয়র মোতাহের হোসেন মানিক। বক্তব্য রাখেন ফাউন্ডেশনের যুগ্ম আহবায়ক মো. কামরুল ইসলাম ও মহিন উদ্দিন দুলাল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন। আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের যুগ্ম আহবায়ক তাহেরা শারমিন, সদস্য ফারহানা আফরোজ, ইজ্ঞি. আবু তৈয়ব রাজীব, তৌহিদুল ইসলাম, মো. ইসমাইল হোসেন, পায়েল ইসলাম, স্থানীয় যুব সমাজের জাহেদুল আলম, ফাহিম শাহরিয়ার, শাহীল আশরাফ প্রমুখ। বন্যার পানি দ্রæত না কমায় স্থানীয়রা পানিবন্দী হয়ে বিষাক্ত হওয়ায় এই পানিতে এলার্জি ও চর্ম রোগ, ডায়রিয়া জ্বরসহ বিভিন্ন রোগ পরিলক্ষিত হচ্ছে। বিজ্ঞপ্তি