সিলেট এবং কক্সবাজার থেকে ফ্লাইট পরিচালনার আগ্রহ দেখিয়েছে আরব আমিরাতভিত্তিক উড়োজাহাজ সংস্থা এয়ার অ্যারাবিয়া। গত মঙ্গলবার এয়ার অ্যারাবিয়ার আঞ্চলিক প্রধান রাজেশ নারুলা বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস-মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়ার সঙ্গে দেখা করে এই আগ্রহের কথা জানান। এভিয়েশন খাতে বিদ্যমান সহযোগিতা, ভবিষ্যৎ সম্ভাবনা এবং যাত্রীসেবার মানোন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়। বেবিচক চেয়ারম্যান স্বল্প সময়ের মধ্যে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার অ্যারাবিয়ার ফ্লাইট পরিচালনার অনুরোধ জানান। রাজেশ নারুলা সিলেট থেকে ফ্লাইট চালুর বিষয়ে আগ্রহ প্রকাশ করেন এবং কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিক মানে উন্নীত হলে সেখান থেকেও অচিরেই ফ্লাইট পরিচালনার ইচ্ছা প্রকাশ করেন। এয়ার অ্যারাবিয়া ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়ার কুয়ালালামপুর, আরব আমিরাতের শারজাহ, সৌদি আরবের দাম্মামসহ কয়েকটি রুটে ফ্লাইট পরিচালনা করে; আর বিশ্বজুড়ে এয়ারলাইন্সটি ৮১টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করে। বিজ্ঞপ্তি