সিরিয়ায় তুরস্ক নিয়ন্ত্রিত শহরে বিস্ফোরণ, নিহত ১৩

20

তুরস্কের সীমান্ত সংলগ্ন সিরিয়ার শহর তাল আবয়াদে বোমা বিস্ফোরণে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০ জন। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এখবর জানিয়েছে। কুর্দি নিয়ন্ত্রিত তাল আবয়াদ শহরকে গত মাসে নিয়ন্ত্রণে নিয়েছে তুর্কী বাহিনী।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, গাড়িবোমা বিস্ফোরণে নিহতদের সবাই তুরস্কপন্থী সিরিয়ার যোদ্ধা ও বেসামরিক নাগরিক। এখন পর্যন্ত কেউ এই হামলার দায় স্বীকার করেনি। তবে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, কুর্দি মিলিশিয়া গ্রæপ ওয়াইপিজি পরিকল্পিতভাবে বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে। স¤প্রতি কুর্দি নিয়ন্ত্রিত এই অঞ্চল থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের পর তুরস্ক এর নিয়ন্ত্রণ নেয়। তাল আবয়াদ ছাড়াও উত্তর সিরিয়ায় পূর্বঘোষিত নির্দিষ্ট নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠা করেছে তুরস্ক। সেখানে রাশিয়ার বাহিনীর সঙ্গে যৌথভাবে টহল শুরু করেছে তুর্কি বাহিনী।