সিরিয়ার উত্তরাঞ্চলীয় কামিশলি শহরে হাজার হাজার নারী বিক্ষোভ সমাবেশ করেছে। রাজধানী দামেস্কে নতুন শাসক গোষ্ঠীর কাছে নারী অধিকারকে সম্মান জানানোর দাবি নিয়ে তারা এই বিক্ষোভ করে। নারী অধিকারকর্মী সাওসান হুসেইন বলন, “নতুন রাষ্ট্রের কাছে আমরা নারী অধিকার প্রতিষ্ঠার দাবি জানাচ্ছি। নতুন রাষ্ট্র ব্যবস্থায় নারীদেরকে অধিকার বঞ্চিত করা যাবে না।” উত্তরের কুর্দি নেতৃত্বাধীন অঞ্চলগুলোতে তুরস্ক-সমর্থিত সামরিক অভিযানের নিন্দা জানানোরও দাবি তোলেন বিক্ষোভে যোগ দেওয়া নারীরা। “আমরা কোবানি শহরে তুরস্কের হামলার তীব্র নিন্দা জানাচ্ছি”, বলেন সাওসান। অনেক বিক্ষোভকারী উইমেনস প্রটেকশন ইউনিটের (ওয়াইপিজি) সবুজ পতাকা ওড়ান। এটি সশস্ত্র কুর্দিশ পিপল’স প্রটেকশন ইউনিটের (ওয়াইপিজি) একটি অঙ্গসংগঠন। ওয়াইপিজি-কে জাতীয় নিরাপত্তার হুমকি বলে গণ্য করে তুরস্ক। সেকারণে সংগঠনটিকে অবিলম্বে ভেঙে ফেলতে চায় তারা।
২০১১ সালে সিরিয়ার গৃহযুদ্ধ শুরুর পর থেকে দেশের উত্তরাঞ্চলে কুর্দি গোষ্ঠীগুলো অনেকটা স্বায়ত্তশাসন ভোগ করে এসেছে।