সিরিয়ায় কুর্দি বাহিনীর বিরুদ্ধে অভিযানের হুমকি তুরস্কের

1

সিরিয়ায় কুর্দি নেতৃত্বাধীন বাহিনীর বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর হুমকি দিয়েছে তুরস্ক। দেশটি জানিয়েছে, বাশার আল-আসাদের পতনের পর নতুন নেতৃত্বের সঙ্গে একটি রক্তপাতহীন সমঝোতার শর্ত মেনে নিতে হবে কুর্দি বাহিনীকে। অন্যথায় তুরস্ক কঠোর পদক্ষেপ নেবে। পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান মঙ্গলবার সিএনএন তুর্ককে দেওয়া এক সাক্ষাৎকারে এই হুমকি দেন।
হাকান ফিদান বলেছেন, যা প্রয়োজন, তা করব। কুর্দি বাহিনীর পিপলস প্রোটেকশন ইউনিটস (ওয়াইপিজি) যদি আঙ্কারার শর্ত মেনে না নেয়, তবে সামরিক অভিযানের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তুরস্কের লক্ষ্য হলো, সিরিয়ার পরিস্থিতি স্থিতিশীল করার প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা। ফিদান বলেন, সিরিয়ার নতুন নেতৃত্ব ওয়াইপিজির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা রাখে, তবে আঙ্কারা প্রয়োজনে সরাসরি পদক্ষেপ নিতে প্রস্তুত।
গত মাসে বিদ্রোহী বাহিনীর হাতে বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর তুরস্কের সরাসরি হস্তক্ষেপের আশঙ্কা বেড়েছে। আঙ্কারা ওয়াইপিজিকে নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে)-এর শাখা হিসেবে বিবেচনা করে। পিকেকে দীর্ঘদিন ধরে তুরস্কের সরকারের বিরুদ্ধে বিদ্রোহ চালিয়ে আসছে।