সিয়াম-সাধনার পবিত্র মাহে রমজান শুরু

1

নিজস্ব প্রতিবেদক

শুরু হলো রহমত, মাগফিরাত ও নাজাতের মাস পবিত্র রমজান। বাংলাদেশের আকাশে গতকাল শনিবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। সে কারণে আজ রবিবার ভোর রাতে সেহেরি খেয়ে সিয়াম-সাধনার রোজা পালন শুরু করেছেন ইসলাম ধর্মাবলম্বীরা। চাঁদ দেখা যাওয়ায় গতকাল এশার নামাজের পর তারাবিহ নামাজ আদায় শুরু হয়েছে। প্রথম তারাবিহ নামাজে চট্টগ্রামের মসজিদগুলোতে মুসল্লিদের সরব উপস্থিতি দেখা গেছে। পবিত্র রমজানের ভাবগাম্ভীর্য রক্ষায় সকলের প্রতি আহবান জানিয়েছেন ইমামগণ।
গতকাল সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকের পর ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন জানান, বাংলাদেশের আকাশে রমজান মাসের চাঁদ দেখা গেছে। এরপর থেকেই সারাদেশে মুসলিম ধর্মাবলম্বীরা সিয়াম-সাধনার প্রস্তুতি নিতে শুরু করেন।
ইসলামী বিধান অনুযায়ী, রমজানের চাঁদ দেখা যাওয়ায় শনিবার দিনগত রাতে সেহরি খেয়ে আজ রবিবার থেকে রোজা পালন করছেন ধর্মপ্রাণ মুসল্লীরা। রমজান সংযম, আত্মশুদ্ধি ও ত্যাগের মাস। রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এ মাসে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকার মাধ্যমে রোজা পালন করেন মুসলিম ধর্মাবলম্বীরা।
পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় আজ থেকে রোজা শুরু হয়েছে। আর গতকাল রাত থেকে তারাবির নামাজের মধ্য দিয়ে শুরু হলো মাহে রমজান। এতে দেশজুড়ে বিরাজ করছে রমজানের আমেজ। গতরাতে মুসল্লীরা তারাবির নামাজ আদায় করেন। তারাবির নামাজ আদায়ে মসজিদে মসজিদে মুসল্লীদের ঢল নামে। ঘরে ঘরে নারীরা আদায় করেন তারাবির নামাজ। এরপর রাতের শেষভাগে সেহরি খেয়ে রমজানের প্রথম রোজা পালন শুরু করেন তারা। গতকাল এশার আজানের পরই দলে দলে মুসল্লীরা মসজিদে ছুটতে শুরু করেন। প্রথম তারাবিতে নগরীর বিভিন্ন মসজিদে মুসল্লিদের ঢল দেখা গেছে। পাঞ্জাবি-পাজামা পরে এবং জায়নামাজ নিয়ে মসজিদে যেতে দেখা গেছে ধর্মপ্রাণ মুসল্লীদের।
নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, জমিয়তুল ফালাহ মসজিদ ও আন্দরকিল্লা শাহী জামে মসজিদসহ নগরীর বিভিন্ন পাড়া-মহল্লার মসজিদে তিল ধারণের ঠাঁই ছিল না। কোন কোন মসজিদের আঙিনা ছাড়িয়ে রাস্তায় জায়নামাজ, চাদর বিছিয়ে মুসল্লিরা তারাবির নামাজ আদায় করেন।
সন্ধ্যার পর থেকেই অনেকে দলবেঁধে, আবার কেউ কেউ পরিবারের সদস্যদের নিয়ে তারাবি নামাজ আদায় করতে মসজিদে আসেন। তখন ছিল মুসল্লিদের উপচেপড়া ভিড়। দীর্ঘ এক বছর পর আবারও মসজিদে তারাবির নামাজ আদায় করতে এসে আল্লাহর শোকরিয়া আদায় করেন মুসল্লীরা।
রমজান মাসের শেষ অংশে রয়েছে হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম কদরের রাত। এক মাসের সিয়াম-সাধনা শেষে মুসলমানরা উদযাপন করেন ঈদুল ফিতর উৎসব।

প্রধান উপদেষ্টার বাণী : পবিত্র রমজান উপলক্ষে দেশবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক মোবারকবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা পবিত্র রমজান উপলক্ষে দেওয়া এক বাণীতে এ কথা জানান। খবর বাংলা ট্রিবিউনের।
বাণীতে প্রধান উপদেষ্টা বলেন, সিয়াম সাধনা ও সংযমের মাস মাহে রমজান আজ আমাদের মাঝে সমাগত। পবিত্র এ মাসে আত্মসংযমের মাধ্যমে আত্মার পরিশুদ্ধি ঘটে; সর্বশক্তিমান মহান আল্লাহর সন্তুষ্টি, নৈকট্য লাভ ও ক্ষমা লাভের অপূর্ব সুযোগ হয়।
সিয়াম ধনী-গরিব সবার মাঝে পারস্পরিক সহমর্মিতা, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় আসুন পবিত্র মাহে রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে যাবতীয় ভোগবিলাস, হিংসা-বিদ্বেষ, উচ্ছৃঙ্খলতা ও সংঘাত পরিহার এবং জীবনের সর্বস্তরে পরিমিতিবোধ, ধৈর্য ও সংযম প্রদর্শনের মাধ্যমে রমজানের পবিত্রতা রক্ষা করি। সিয়াম পালনের পাশাপাশি বেশি বেশি কোরআন তেলাওয়াত করি এবং ইবাদত-বন্দেগিতে মশগুল থাকি।
তিনি আরও বলেন, মহান আল্লাহ আমাদের জাতীয় জীবনে পবিত্র মাহে রমজানের শিক্ষা কার্যকর করার তাওফিক দান করুন। মাহে রমজান আমাদের জীবনে বয়ে আনুক অনাবিল শান্তি। মহান আল্লাহ তায়ালা আমাদের সবাইকে ক্ষমা ও হেফাজত করুন, আমিন।