সিভাসু গার্ডেন উদ্বোধন

1

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) শিক্ষার্থীদের জন্য ৭ ফেব্রæয়ারি উদ্বোধন হয়েছে সিভাসু পরিবারের নতুন ঠিকানা-‘সিভাসু গার্ডেন’। বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের মানসিক প্রশান্তি ও অবসর কাটানোর জন্য প্রতিষ্ঠিত ‘সিভাসু গার্ডেন’ প্রধান অতিথি হিসাবে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ লুৎফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ড. এ. কে. এম. সাইফুদ্দিন এবং অধ্যাপক ড. মোহাম্মদ আহসানুল হক। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ডিন, প্রক্টর, প্রভোস্ট, পরিচালকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীরা। এই উদ্যোগের মূল সংগঠক ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ছাত্র কল্যাণ) অধ্যাপক ড. মোহাম্মদ রাশেদুল আলম। ‘সিভাসু গার্ডেন’ শুধু একটি বিনোদনমূলক স্থান নয়, এটি শিক্ষার্থীদের মানসিক প্রশান্তি ও সৃজনশীলতার বিকাশের এক অনন্য ক্ষেত্র। সবুজের স্নিগ্ধ পরশ, বৃষ্টির ছোঁয়া, আর ছায়াঘেরা পরিবেশ শিক্ষার্থীদের ক্লান্ত মনকে প্রশান্তির ছোঁয়া প্রদান করবে। এই উদ্যোগের জন্য সিভাসুর শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং পরিচালকের (ছাত্র কল্যাণ) প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি