চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমানকে সম্মাননা প্রদান করেছে সিভাসু অফিসার সমিতি। সমিতির উদ্যোগে মঙ্গলবার সিভাসু অডিটোরিয়ামে আয়োজিত ‘সম্মাননা প্রদান অনুষ্ঠান এবং ইফতার ও দোয়া মাহফিল-২০২৫’ এ সিভাসু’র উপাচার্যকে ক্রেস্ট দিয়ে এ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সিভাসু’র কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. কামাল, পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. একেএম সাইফুদ্দিন, প্রফেসর ড. মো. কবিরুল ইসলাম খান, পরিচালক (ওয়ান হেলথ ইনস্টিটিউট) প্রফেসর ড. মো. আহসানুল হক, রেজিস্ট্রার মীর্জা ফারুক ইমাম এবং পরিচালক (অর্থ ও হিসাব) মো. আবুল কালামকেও ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়।
অফিসার সমিতির সভাপতি ও সিনিয়র উপপরিচালক (অডিট) মো. ইয়াছিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক ও সহকারী লাইব্রেরিয়ান মো. জামাল হোসেন। শেষে উপাচার্যসহ অফিসার সমিতির সদস্যবৃন্দ একসাথে ইফতার করেন। বিজ্ঞপ্তি