সিভাসু’তে রাজনীতি নিষিদ্ধ ঘোষণা

3

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক রবিবার থেকে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। গত শনিবার বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ খুলে দেওয়া হয়। এর আগে গত ৮ আগস্ট এক অফিস আদেশের মাধ্যমে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকল ধরনের রাজনৈতিক কর্মকান্ড নিষিদ্ধ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মীর্জা ফারুক ইমাম স্বাক্ষরিত উক্ত অফিস আদেশে বলা হয়-বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং সাধারণ ছাত্রছাত্রীদের পক্ষ হতে দাবির প্রেক্ষিতে ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীদের সকল ধরনের রাজনৈতিক সংগঠন এবং এর কার্যকলাপের সাথে সম্পৃক্ততা সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হলো। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। বিজ্ঞপ্তি