চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) শুরু হয়েছে দুই দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা। বিশ্বদ্যিালয়ের পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) দপ্তর এই কর্মশালার আয়োজন করছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় একাডেমিক ভবন-১ এর ২য় তলাস্থ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান।
পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) প্রফেসর ড. আবদুল আহাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. কামাল, ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. ফেরদৌসী আকতার, ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. শেখ আহমাদ আল নাহিদ এবং ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর গৌতম কুমার দেবনাথ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের যে কয়েকটি মূল দায়িত্ব রয়েছে গবেষণা তার মধ্যে অন্যতম। গবেষণাকে বাদ দিয়ে উচ্চশিক্ষা কল্পনা করা যায় না। এটা উচ্চশিক্ষার সাথে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। আর গবেষণা থেকে জনগণ কতটুকু উপকৃত হচ্ছে সেটি হচ্ছে মূল বিবেচ্য বিষয়। আমরা গবেষণার অর্থের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে চাই। গবেষণার সর্বোচ্চ আউটপুট চাই।’
দুই দিনব্যাপী কর্মশালায় মোট ৮৮টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হবে। কর্মশালার প্রথম দিনে ৪৫টি গবেষণা প্রবন্ধ উপস্থাপিত হয়। আজ শুক্রবার দ্বিতীয় দিনে ৪৩টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হবে। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও মাস্টার্স লেভেলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি