সিবিইউএফটি ও ইন্ডিপেনডেন্ট এপারেলস সমঝোতা স্মারক স্বাক্ষর

2

চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজি (সিবিইউএফটি) ও ইন্ডিপেনডেন্ট এপারেলস লিমিটেডের মধ্যে গত বুধবার সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই সমঝোতা স্মারকের আওতায় সিবিইউএফটির শিক্ষার্থীরা এ কারখানায় ইন্টার্নশিপ সুবিধাসহ ফ্যাক্টরি ভিজিটের মাধ্যমে যুগোপযোগী মেশিনারি প্রযুক্তিজ্ঞান অর্জন করতে পারবে। সিবিইউএফটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান নাসির উদ্দিন চৌধুরী এবং ইন্ডিপেনডেন্ট এপারেলসের ব্যবস্থাপনা পরিচালক ও সিবিইউএফটি ট্রাস্টি বোর্ডের সদস্য এসএম আবু তৈয়ব স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় সিবিইউএফটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান নাসির উদ্দিন চৌধুরী বলেন, সিবিইউএফটি যেন শিল্পায়নবান্ধব জ্ঞান ও গবেষণার একটি ব্যতিক্রমী শিক্ষাকেন্দ্র হতে পারে সে লক্ষে সকল প্রচেষ্টা নেয়া হচ্ছে। এতে শিল্পোদ্যোক্তাদের সহযোগীতা কামনা করেন তিনি। এতে উপস্থিত ছিলেন সিবিইউএফটি ট্রাস্টি বোর্ডের সদস্য মোহাম্মদ আবদুস সালাম, হেলাল উদ্দিন চৌধুরী, এএম চৌধুরী সেলিম, ফরহাদ আব্বাস প্রমুখ। বিজ্ঞপ্তি