আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) চট্টগ্রাম জেলা নারী সেলের আলোচনা সভায় বক্তারা নারীর প্রতি সকল প্রকার শোষণ-বৈষম্য দূর করতে, নারী-পুরুষের সমতা গড়তে এবং নারী মুক্তির লক্ষে সমাজতন্ত্রের সংগ্রামকে বেগবান করার আহবান জানিয়েছেন।
গত ৮ মার্চ নগরের হাজারী লেনস্থ প্রগতি ভবন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিপিবির নারী সেল চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক রেখা চৌধুরীর সভাপতিত্বে অধ্যাপক শীলা দাশগুপ্তের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রমিক নেতা মৃণাল চৌধুরী, সিপিবি চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. জাহাঙ্গীর, সহকারী সাধারণ সম্পাদক নুরুচ্ছাফা ভূঁইয়া, সিতারা শামীম, উম্মে রায়হান সিজার, অধ্যাপিকা মৃণালিনী চক্রবর্তী, অধ্যাপিকা রেখা দাশ, আঁখি রেখা পাল, উদীচি চট্টগ্রাম জেলার সহকারী সাধারণ সম্পাদক জয় সেন, যুব ইউনিয়ন চট্টগ্রাম জেলার সহ-সভাপতি নাবিলা তানজিনা, ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক শুভ দেবনাথ, অনিন্দ্য শুভ্র প্রমূখ। সভায় শোক প্রস্তাব পাঠ করেন এডভোকেট খোদেজা বেগম। বিজ্ঞপ্তি