ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি সিপিপি কর্ণফুলী উপজেলা কর্তৃক দেশের যে কোন দূর্যোগ সরকারের সহায়ক হিসাবে ১৯৯৪ থেকে দূর্যোগ মোকাবেলায় সরকারকে সহোযোগিতা করে আসছে, সিপিপিব উপ পরিচালক ও কর্ণফুলী উপজেলা সিপিপির দায়িত্বরত অফিসার নজরুল ইসলামের সার্বক্ষণিক তত্ত্বাবধায়নে চলমান দুর্যোগ পরিস্থিতিতে স্ব উদ্বেগে উপজেলার পাঁচ ইউনিয়নে জীবাণু মুক্ত এস্প্রে ছিটানো, মাইকিং করে জনগণকে নিজ নিজ ঘরে অবস্থান করা, সরকার প্রদত্ত স্বাস্থ্য বিধি মেনে চলা, মুখে মাক্স, গ্লাভস পরা সহ সিপিপির পক্ষ থেকে হাত ধোয়ার সাবান এবং কালো জিরা বিতরণ করেন কর্ণফুলী উপজেলা সিপিপির সহকারী উপজেলা টিম লিডার এবং কর্ণফুলী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল মাবুদ বাবুল, সহ চরপাথর ঘাটা ডেপুটি লিডার সরোয়ার কাজল এবং উপস্থিত ছিলেন সিপিপির বিভিন্ন ইউনিটের লিডার মাষ্টার সাইফুদ্দিন, নুরুল আকতার, জালাল উদ্দিন রোকন, সাইফুল ইসলাম, আবদুল সালেক, নুরুল আকতার, মো সোহেল, মির আহম্মদ, দিদারুল ইসলাম আদি, ডাক্তার মহি উদ্দিন, আমিনুল ইসলাম মহিন,আকতার হোসেন, সাইফুল ইসলাম, সোনা মিয়া, সাইফুদ্দিন সওদাগর, নুরুল আকতার, ইয়াকুব আলী প্রমুখ। বিজ্ঞপ্তি