সিপিএলে দল পেলেন সাকিব

0

স্পোর্টস ডেস্ক

পাকিস্তান সুপার লিগে পারফরম্যান্সের ঘাটতি থাকলেও আসন্ন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) দল পেয়েছেন সাকিব আল হাসান। বাংলাদেশি অলরাউন্ডারকে বিদেশি ক্যাটাগরিতে দলে টেনেছে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন।
দুই বছর পর সিপিএলে ফিরছেন সাকিব। বুধবার অনুষ্ঠিত ড্রাফটে তিনি দল পেয়েছেন। বাংলাদেশের অলরাউন্ডার ২০২২ সালে শেষবার সিপিএলে খেলেন গায়ানা আমাজন ওয়ারিয়র্সের সঙ্গে।
অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন- সাকিব আল হাসান, ইমাদ ওয়াসিম, ফ্যাবিয়ান অ্যালেন, নাভিন উল হক, ওবেড ম্যাককয়, জাস্টিন গ্রিভস, বেভন জ্যাকবস, জেইডেন সিলস, মোহাম্মদ গজনফর, রাকহিম কর্নওয়াল, ওডিন স্মিথ, জুয়েল অ্যান্ড্রু, শামার স্প্রিঙ্গার, কেভিন উইকহাম, আমির জাঙ্গু, কারিমা গোরে এবং জশুয়া জেমস।