সিনসিনাটি ওপেনে চ্যাম্পিয়ন সিনার

3

স্পোর্টস ডেস্ক

প্রথম সেটে লড়াই হলো হাড্ডাহাড্ডি। টাইব্রেকে জিতে এগিয়ে গেলেন ইয়ানিক সিনার। দ্বিতীয় সেটে প্রতিপক্ষকে পাত্তাই দিলেন না তিনি। যুক্তরাষ্ট্রের ফ্রান্সেস টিয়াফোকে সরাসরি সেটে হারিয়ে প্রথমবারের মতো সিনসিনাটি ওপেন জিতলেন র‌্যাঙ্কিংয়ের এক নম্বর তারকা। যুক্তরাষ্ট্রের ওহাইওতে বাংলাদেশ সময় মঙ্গলবার সকালে শিরোপা লড়াইয়ে ৭-৬ (৭-৪), ৬-২ গেমে জেতেন ২৩ বছর বয়সী সিনার। ২০০৮ সালে অ্যান্ডি মারের (২১ বছর) পর সবচেয়ে কম বয়সী পুরুষ খেলোয়াড় হিসেবে সিনসিনাটি ওপেন জয়ের কীর্তি গড়লেন এই ইতালিয়ান। এই মৌসুমে সিনারের পঞ্চম শিরোপা এটি। গত জানুয়ারিতে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জেতেন তিনি অস্ট্রেলিয়ান ওপেনে। মেলবোর্নে সাফল্যের সেই ধারা টেনে নেন রডারডাম, মায়ামি ও হ্যালেতে। এবার ট্রফি উঁচিয়ে ধরলেন ওহাইওতে।