সিদ্ধার্থের হ্যাটট্রিক: জিতেছে পদাতিক ও কেপিডিএল

1

হকি কেন্দ্র আয়োজিত বিজয় কাপ হকির দিনের প্রথম ম্যাচে পদাতিক ৮-১ গোলের ব্যবধানে টি.সি.এস একাদশ কে পরাজিত করে। ম্যাচে বিজয়ী দলের পক্ষে সিদ্ধার্থ ৪টি(হ্যাটট্রিক), দোদুল ২টি, রকি ও আরাফাত ১টি করে গোল করে। অপরদিকে বিজীত দলের পক্ষে দ্বীপ ১টি গোল পরিশোধ করে গোল ব্যাবধান কমায়। ম্যাচের সেরা খেলোয়াড় সিদ্ধার্থ-কে ক্রেস্ট প্রদান করেন টি.সি.এস এর কর্ণধার, প্রয়াত ক্রীড়া সাংবাদিক তমাল চৌধুরীর সহধর্মিণী মিসেস অঞ্জু চৌধুরী। উত্তেজনাপূর্ণ ম্যাচে কেপিডিএল স্পোর্টিং ক্লাব ২-১ গোলে এ.এফ নাইট রাইডার্স-কে পরাজিত করে। প্রথম কোয়ার্টারে ৯মিনিটের সময় প্রাপ্ত পিসি থেকে সবুজের করা গোলে পদাতিক ১-০ গোলে এগিয়ে যায়। ঠিক ২য় কোয়ার্টারের ১৬ মিনিটে প্রিতমের করা ফিল্ড গোলে সমতায় ফিরে এ.এফ নাইট রাইডার্স। শেষ পর্যন্ত পাল্টা আক্রমণ চালিয়ে ৪র্থ কোয়ার্টারের শেষ মুহুর্তে সাজ্জাদের করা ফীল্ড গোলে২-১ গোলে ম্যাচ জিতে নেয় কেপিডিএল। ম্যাচের সেরা খেলোয়াড় টিটু দাস-কে ক্রেস্ট প্রদান করেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ডেপুটি রেজিস্ট্রার সালাহউদ্দিন শাহরিয়ার।