সিডিএ নিউ হকার্স মার্কেট ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির কার্যালয় হামলার প্রতিবাদে গতকাল সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন সমিতির সভাপতি সৈয়দ মোহাম্মদ শাহজাহান, সহ-সভাপতি হাফেজ নুরুল আফসার, কার্যনির্বাহী সদস্য মো. আকতার জালাল চৌধুরী, সদস্য মো. কাসেম, সদস্য মোহাম্মদ দিদারুল আলম চৌধুরী, ওয়াজেদ আলী, জমির উদ্দিন, খোরশেদ আলম, সাধারণ সম্পাদক মোহাম্মদ মারুফ প্রমুখ। এ সময় নেতৃবৃন্দ বলেন, চিহ্নিত সন্ত্রাসী ইমপাল্স ডেভেলপারের মালিক সেলিমের নেতৃত্বে সন্ত্রাসীদের নিয়ে সিডিএ নিউ হকার্স মার্কেট ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির অফিস হামলা ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। যারা এ হামলা করেছে তাদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি এবং লুটপাট ও হত্যার উদ্দেশ্যে হামলার তীব্র নিন্দা ও প্রশাসনের কাছে ন্যায় বিচার দাবি করছি। হামলায় মোহাম্মদ জয়নাল আবেদিন জীবনমৃত্যুর সন্ধিক্ষনে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে ভর্তি আছেন।
এসময় ঢাকা থেকে টেলি কনফারেন্সের মাধ্যমে বিএনপির কেন্দ্রীয় শ্রমিক সম্পাদক ও উক্ত সমিতির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এ এম নাজিম উদ্দিন নির্বাচিত প্রতিনিধি ও সমিতির কার্যালয়ে হামলার প্রতিবাদ ও তীব্র নিন্দা জানান। এ ধরনের ন্যক্কারজনক ঘটনার সাথে যারা জড়িত তারা ভ‚মিদস্যু হিসেবে পরিচিত। অবিলম্বে তাদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান। বিজ্ঞপ্তি