নিজস্ব প্রতিবেদক
নগরীর আগ্রাবাদ আবাসিক এলাকায় সরকারি খেলার মাঠ দখল ও দোকান বরাদ্দের অভিযোগে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ-সিডিএ কার্যালয়ে অভিযান চালিয়েছে দুদক। গতকাল বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত দুদকের চট্টগ্রাম-১ কার্যালয়ের এনফোর্সমেন্ট ইউনিট এই অভিযান পরিচালনা করে। অভিযানের নেতৃত্ব দেন উপসহকারী পরিচালক হামিদ রেজা।
প্রাথমিক অনুসন্ধানে সরকারি খেলার মাঠ বা দোকান বরাদ্দের প্রত্যক্ষ প্রমাণ পাওয়া না গেলেও তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। তারা জানতে পেরেছেন, আগ্রাবাদ আবাসিক এলাকার ১০১ কাঠা জমি লিজ নিয়ে এস আলম গ্রæপের দুটি প্রতিষ্ঠান আবাসিক প্রকল্প নির্মাণের নামে ব্যাংক থেকে শত শত কোটি টাকা ঋণ নিয়েছে।
দুদকের উপসহকারী পরিচালক হামিদ রেজা বলেন, এস আলম গ্রুপ ২০০১ ও ২০০৫ সালে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) থেকে ৯৯ বছরের জন্য ১০১ কাঠা জমি লিজ নিয়েছিল। চুক্তি অনুযায়ী সেখানে আবাসিক ভবন নির্মাণের কথা থাকলেও গত ২০ বছরেও কোনো প্রকল্প বাস্তবায়ন হয়নি।
তিনি জানান, ওই জমি দেখিয়ে এস আলম গ্রুপ ২০২০ সালে চৌমুহনী জনতা ব্যাংক শাখা থেকে প্রায় ৭০০ কোটি টাকার ঋণ নিয়েছে। পরে অন্যান্য সম্পত্তি জামানত হিসেবে দেখানো হয়।
দুদক সূত্র বলেছে, আবাসন প্রকল্পের নামে নেওয়া এই লিজ ও ঋণ প্রক্রিয়ায় অনিয়ম ও ভুয়া তথ্য প্রদানের সম্ভাবনা রয়েছে। কমিশন বিষয়টি যাচাইয়ের জন্য সিডিএ, ব্যাংক ও ভূমি অফিসের রেকর্ড পরীক্ষা করছে। প্রয়োজনে সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও তলব করা হতে পারে।
দুদক সূত্র আরও জানিয়েছে, সিডিএর লিজপ্রাপ্ত অনেক জমি বাণিজ্যিক প্রতিষ্ঠানের দখলে চলে গেছে, যেখানে আবাসন বা জনসেবামূলক প্রকল্প বাস্তবায়ন হয়নি। কমিশন এই বিষয়টি গভীরভাবে অনুসন্ধান করছে এবং প্রমাণ মিললে আইনানুগ ব্যবস্থা নেবে।











