সিডিএফএ মেয়র একাডেমি ফুটবল টুর্নামেন্টের প্রতিনিধি সভা

1

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় সিডিএফএ মেয়র একাডেমী ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৩) ২০২৫ এ অংশগ্রহণকারী বাফুফে কর্তৃক অনুমোদিত একাডেমীসমূূহের প্রতিনিধিদের সাথে সিডিএফএ নির্বাহী কমিটির এক মতবিনিময় সভা মঙ্গলবার, সন্ধ্যায় সিজেকেএস কনফারেন্স রুমে সিডিএফএ সভাপতি এস এম শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় আরো উপস্থিত ছিলেন সিডিএফএ সহ সভাপতি নজরুল ইসলাম লেদু, সাধারণ সম্পাদক আ.ন.ম ওয়াহিদ দুলাল, নির্বাহী সদস্য মাহমুদুর রহমান, সরোয়ার আলম মনি, হারুন আল রশীদ, আবু সৈয়দ মাহমুদ, যুগ্ম সম্পাদক সালাউদ্দিন জাহেদ, সিডিএফএ কাউন্সিলর আলী আকবর, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর মাহবুব আলম প্রমুখ।
উক্ত মতবিনিময় সভায় টুর্নামেন্টের বাইলজ নিয়ে আলোচনা করা হয় এবং আগামী ৭ ফেব্রæয়ারি হতে ১২ ফেব্রæয়ারি মধ্যে খেলোয়াড় রেজি: ফরম সংগ্রহ ও জমা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আগামী ২২ ফেব্রæয়ারি টুর্নামেন্ট শুরুর সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়।