ক্রীড়া প্রতিবেদক
সিডিএফএ মেয়র একাডেমি কাপ অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন পটিয়া আব্দুস সোবহান ফুটবল একাডেমি। বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত তীব্র উত্তেজনাপুর্ন ফাইনাল ম্যাচে তারা ২ – ১ গোলে মাদারবাড়ী শোভনীয়া ফুটবল একাডেমিকে পরাজিত করে।
চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে ও চট্টগ্রাম সিটি করপোরেশনের আর্থিক পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত টুর্ণামেন্টের ফাইনাল খেলা শেষে সিডিএফএ সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আ ন ম ওয়াহিদ দুলাল এর সঞ্চালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টুর্ণামেন্টের পৃষ্ঠপোষক চট্টগ্রাম সিটি করপোরেশন এর মেয়র ডাঃ শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপ পুলিশ কমিশনার, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) লিগ কমিটির চেয়ারম্যান আলমগীর হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিজেকেএস’া সাবেক অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দীন শামীম, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, সিডিএফএ কর্মকতা নজরুল ইসলাম লেদু, মোহাং শাহাজাহান, সালাউদ্দিন জাহেদ, জসিম উদ্দিন, মেঃ আলী আকবর, এম এ মুসা বাবলু, বাংলাদেশ কারাতে ফেডারেশনের এ্যাডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম, আবদুল আহাদ রিপনসহ সিডিএফএর বর্তমান কর্মকতা ও সিজেকেএস কাউন্সিলরবৃন্দ।
প্রধান অতিথি ও বিশেষ অতিথি বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড় ও কর্মকতাদের হাতে পুরস্কার তুলে দেন।