চট্টগ্রাম জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের নির্বাচন গত ১৮ ফেব্রæয়ারি অনুষ্ঠিত হলেও নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটি দায়িত্ব গ্রহণ করেছে গতকাল। গতকাল, বুধবার, বেলা ১১:০০ টায় এম. এ আজিজ স্টেডিয়ামস্থ সিজেকেএস কনফারেন্স রুমে নব নির্বাচিত কমিটির সভাপতি এস এম শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও সিডিএফএ বর্তমান কমিটির সভাপতি আলহাজ আ.জ.ম নাছির উদ্দীন নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভাপতির কাছে দায়িত্বভার হস্তান্তর করেন। নবনির্বচিত কমিটিকে ফুল দিয়ে বরণ করে এর সাফল্য কামনা করেন।
নবনির্বচিত কমিটির পক্ষ থেকে বর্তমান সভাপতি আ.জ.ম নাছির উদ্দীনকে ক্রেষ্ট প্রদান করা হয়। উক্ত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নবনির্বাচিত কমিটির সহ-সভাপতি নজরুল ইসলাম লেদু ও মোহাম্মদ তাহের উল আলম চৌধুরী স্বপন, কোষাধ্যক্ষ মোহাঃ শাহজাহান, কার্যনির্বাহী সদস্য আমিনুল ইসলাম, মোহাম্মদ ইউসুফ, শাহাদাত হোসেন, এরশাদ আলী খান ভূট্টো, কুতুব উদ্দিন চৌধুরী, আবদুল হান্নান মিরন, প্রকৌশলী বিজয় কুমার চৌধুরী, কাজী মোহাম্মদ জসিম উদ্দীন ও মোহাম্মদ ইসহাক। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক আ.ন.ম ওয়াহিদ দুলাল। এতে আরো উপস্থিত ছিলেন সিজেকেএস সহ-সভাপতি এ.কে এম এহসানুল হায়দার চৌধুরী বাবুল, সিডিএফএ’র সাবেক সহ-সভাপতি আলহাজ্ব মঞ্জুর আলম মঞ্জু, কার্যনিবাহী সদস্য মাহমুদুর রহমান মাহবুব, আলহাজ্ব লোকমান হাকিম মোহাম্মদ ইব্রাহিম ও মোহাম্মদ ওসমান গনি রানা।