সিটি মেয়রের নিকট এইচএসসি পরীক্ষার ফলাফল পত্র হস্তান্তর

49

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, চট্টগ্রামের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। গত বুধবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের কর্মকর্তারা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ আ জ ম নাছির উদ্দীনের নিকট এইচএসসি পরীক্ষার ফলাফল পত্র হস্তান্তর করেন। ফলাফল পত্র হন্তান্তর করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, চট্টগ্রামের বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলী, উপ পরীক্ষা নিয়ন্ত্রক মো. তাওয়ারিক আলম, উপ কলেজ পরিদর্শক মোহাম্মদ হালিম। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়–য়া, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সেলিম আকতার চৌধুরী ও প্রধান নগর পরিকল্পনাবিদ একেএম রেজাউল করিম। চট্টগ্রামে শিক্ষা বোর্ডে পাসের হার ৬২ দশমিক ১৯ শতাংশ। সেক্ষেত্রে চসিক শিক্ষা প্রতিষ্ঠানে পাসের হার ৬২ দশমিক ৭৪ শতাংশ। এর মধ্যে জিপিএ ৫.০০ এর সংখ্যা ২০ জন। ২০১৯ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় চসিক পরিচালিত ২২ শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৮হাজার ৫শত ৩৯ জন পরীক্ষার্থীদের মধ্যে ৫হাজার ৩ শত ৫৭ জন উত্তীর্ণ হয়। ২০১৯ সালে চসিক পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে এইচ.এস.সি পরীক্ষায় এবার যারা পাস পাশ করেছে তাদেরকে অভিনন্দন জানিয়ে সিটি মেয়র বলেন, শহরের নি¤œআয়ের সন্তানেরা চসিক পরিচালিত কলেজের অধীনে স্বল্প খরচে অধ্যয়ন করে। এ প্রতিষ্ঠানের ৬২ দশমিক ৭৪ শতাংশ পাসের হারকে যথেষ্ট গ্রহনযোগ্য ও ভালো ফলাফল হিসেবে বর্ণনা করেন মেয়র। এ জন্য তিনি উত্তীর্ণ শিক্ষার্থী, তাদের অভিভাবক এবং শিক্ষকমÐলীকে অন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পাশাপাশি যে সব শিক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি, তাদের ধৈর্য ধরে, মনোযোগসহকারে আবার প্রস্তুতি নেয়ার আহবান জানান সিটি মেয়র। এ প্রসঙ্গে মেয়র বলেন, আমি মনে করি আমাদের শিক্ষার্থীরা পড়ালেখার দিকে মনোযোগী হলে আরো ভালো ফলাফল করতে পারবে। সেটা আমার বিশ্বাস। বিজ্ঞপ্তি