সিটিজেনস ফোরামের মতবিনিময়

1

চট্টগ্রাম মহানগর সিটিজেনস ফোরামের আহব্বায়ক কমিটির মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ ফেব্রæয়ারি সন্ধ্যায় নগরীর মেরিডিয়ান রেস্টুরেন্টে মতবিনিময় ও পরিচিতি সভায় প্রধান অতিথি ছিলেন সিএমপির অতিরিক্ত কমিশনার (এডমিন) আশফিকুজ্জামান আক্তার। সিটিজেনস ফোরামের আহব্বায়ক মো. মশিউল আলম স্বপনের সভাপতিত্বে ও সদস্য সচিব ডা. আবু নাছের এর সঞ্চালনায় উক্ত সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা সিটিজেনস ফোরামকে শক্তিশালী করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাবনা করেন। প্রস্তাবনা সমূহের মধ্যে রয়েছে- অফিস স্থাপন, থানা ও ওয়ার্ড ভিত্তিক কমিটি গঠন, কমিটিসমূহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি নিশ্চিত করন, বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থা সমূহ থেকে একজন করে প্রতিনিধি কমিটিতে অন্তর্ভুক্ত করন, চাঁদাবাজি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ ও ফ্যাসিস্টদের পক্ষে তদবির বন্ধকরন, প্রতিটি থানা ও ওয়ার্ডে মোটিভেশনাল কর্মশালার আয়োজন, জুলাই-আগস্ট বিপ্লবের আদর্শকেকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে সিটিজেনস ফোরামকে বেগবান করা।
প্রধান অতিথি সিএমপির অতিরিক্ত কমিশনার (এডমিন) আশফিকুজ্জামান আক্তার সকলের পরামর্শ শুনেন এবং পুলিশ কমিশনারের সাথে সাক্ষাৎ করে দ্রুত সময়ে ব্যবস্থা গ্রহণ করার প্রতিশ্রুতি দিয়ে বলেন, সিটিজেনস ফোরামের মতো নাগরিক সংগঠনগুলো সমাজের ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নাগরিকদের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণই একটি সুশৃঙ্খল ও উন্নত নগর গঠনের মূল চাবিকাঠি। আইনশৃঙ্খলা রক্ষা, দুর্নীতিমুক্ত প্রশাসন ও সামাজিক ন্যায়বিচারের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সবসময় নাগরিক স্বার্থ সংশ্লিষ্ট যেকোনো গঠনমূলক উদ্যোগকে স্বাগত জানায় এবং সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত।
সভায় উপস্থিত ছিলেন আহমেদুল আলম চৌধুরী রাসেল, আজিজুল হক, আব্দুল হান্নান, আহমেদ মোস্তাক, কে এম মামুন শওকত আলী, সাইফুর রহমান খান, মিত্র কুমার শীল, মো. ইকবাল চৌধুরী, মোহাম্মদ শাহজাহান, কুতুব উদ্দিন বাহার, রাশেদুল আলম মঞ্জু, এডভোকেট মহিউদ্দিন, মো. আলমগীর আলম, সমন্বয়ক সোনিয়া আক্তার, মনির আহমেদ, শফিকুল ইসলাম শাহীন, জাকির হোসেন, মো. কমল মোরশেদ কমল, মো. আবুল হাশেম, জিন্নাতুন নেসা, নেজাম উদ্দিন সেলিম, মনজুরুল আলম চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি