সিজেকেএস বিজয় দিবস ক্রিকেট মহিলা কমপ্লেক্স ভেন্যুর উদ্বোধন

41

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায়, সিজেকেএস ক্রিকেট কমিটির সহযোগিতায় এবং পোর্ট সিটি সিনিয়র ক্লাবের পৃষ্ঠপোষকতায় বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও মুক্তিযোদ্ধার সংগঠক এ.টি.এম. ইছহাক (মোহন) স্মরণে চট্টগ্রামের আমন্ত্রিত ১৬টি ক্রিকেট অ্যাকাডেমিকে নিয়ে সিজেকেএস-
এ.টি.এম ইছহাক মোহন বিজয় দিবস অনূর্ধ্ব-১৬ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের সাগরিকা মহিলা কমপ্লেক্স ভেন্যুর খেলা গতকাল উদ্বোধন করা হয়। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহ- সভাপতি মো. হাফিজুর রহমান প্রধান অতিথি থেকে উক্ত ভেন্যুর উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও সিজেকেএস বয়স ভিত্তিক ক্রিকেটের আহব্বায়ক আলহাজ আলী আব্বাস। স্বাগত বক্তব্য রাখেন সিজেকেএস নির্বাহী সদস্য ও ক্রিকেট কমিটির সম্পাদক এ.কে.এম আবদুল হান্নান আকবর। এসময় উপস্থিত ছিলেন সিজেকেএস নির্বাহী সদস্য আলহাজ আবুল হাশেম, টুর্নামেন্টে অংশগ্রহণকারী অ্যাকাডেমি সমূহের খেলোয়াড়, কমর্তকর্তা ও প্রশিক্ষকবৃন্দ। ১৫ ডিসেম্বর ১ম ম্যাচে আফতাব আহমেদ ক্রিকেট অ্যাকাডেমি ৩ উইকেটে জুনিয়র ক্রিকেট অ্যাকাডেমিকে পরজিত করে। ২য় ম্যাচে নিও ক্রিকেট অ্যাকাডেমি ২৪ রানের ব্যবধানে ইন্ডিপেন্ডেন্ট ক্রিকেট অ্যাকাডেমিকে পরাজিত করে।