চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং মেসার্স জাহিদ এন্ড ব্রাদার্স এর আর্থিক পৃষ্টপোষকতায় সিজেকেএস-জাহিদ এন্ড ব্রাদার্স প্রিমিয়ার ডিভিশন ও ১ম বিভাগ দাবা লিগ আগামী ১০ জানুয়ারির পরিবর্তে আগামী ১৩ জানয়ারি হতে এম এ আজিজ স্টেডিয়ামে বিকাল ৩ টায় শুরু হবে। গতবারের প্রিমিয়ার ডিভিশনের শীর্ষ নিম্মোক্ত ৬টি দল যথাক্রমে কোয়ালিটি স্পোর্টস ক্লাব, বোয়ালখালী উপজেলা ক্রীড়া সংস্থা ফ্রেন্ডস ক্লাব, বাকলিয়া একাদশ, আগ্রাবাদ কমরেড ক্লাব, পিডিবি রিক্রিয়েশন ক্লাব এবং ১ম বিভাগ হতে উত্তীর্ণ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সমিতি ও লিটল ব্রার্দাসসহ মোট ৮টি দল প্রিমিয়ার ডিভিশনে অংশগ্রহণ করবে। প্রিমিয়ার ডিভিশনে খেলা রাউÐ রবীন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।
১ম বিভাগে নিম্মোক্ত ১৪টি দল যথাক্রমে উল্লাস ক্লাব, এলিট পেইন্ট আর.সি., গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠী, সেবানিকেতন, ফায়ার সার্ভিস স্পোর্টস ক্লাব, এম.এইচ. স্পোর্টিং ক্লাব, বাংলাদেশ রেলওয়ে এস.এ, পাঁচলাইশ যুব সংঘ, শতদল, আগ্রাবাদ নওজোয়ান গ্রীণ, কর্তফুলী ক্লাব, নবীন মেলা বাংলাদেশ রেলওয়ে র্যাঞ্জাস, আগ্রাবাদ নওজোয়ান ছাড়াও এ লিগে অংশগ্রহণেচ্ছুক সিজেকেএস এর অনুমোদিত ক্লাবসহ চট্টগ্রাম এর ১৪টি উপজেলাসমূহকে অংশগ্রহণের সম্মতি আগামী ১০ জানুয়ারি রাত ৮টার মধ্যে সিজেকেএস কার্যালয়ে জমা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। ১ম বিভাগের খেলাসমূহ সুইচলিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।