সিজেকেএস আমিন এন্ড সন্স জেলা দাবা চ্যাম্পিয়নশিপ সম্পন্ন

86

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং আমিন এন্ড সন্স এর পৃষ্ঠপোষকতায় সিজেকেএস আমিন এন্ড সন্স জেলা দাবা চ্যাম্পিয়নশীপ-২০১৯ এ রাব্বি সেলিম ৮ খেলায় ৭.৫ পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন। সমান খেলায় ৬.৫ পয়েন্ট পেয়ে যথাক্রমে সবুজুর রহমান ২য় এবং মাঈনুদ্দীন আহমেদ ৩য় স্থান, ৬ পয়েন্ট পেয়ে যথাক্রমে সাজিদ বিন জাহিদ ৪র্থ, মহসিন জামাল পাপ্পু ৫ম, তুষিন তালুকদার ৬ষ্ঠ, সাইফুল আজম ৭ম, ৫.৫ পয়েন্ট পেয়ে যথাক্রমে সাইফুদ্দীন ৮ম, আকিব জাওয়াত ৯ম এবং সামসুল হক ১০ম স্থান লাভ করেন। তানজিলাতুন নূর ৫ পয়েন্ট পেয়ে মহিলা বিভাগে চ্যাম্পিয়ন এবং বালক বিভাগে ৪ পয়েন্ট পেয়ে আবিয়ান দোভাষ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
খেলা শেষে ১৮জুন বিকালে সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), চট্টগ্রাম ও সিজেকেএস সহ-সভাপতি মো: আবু হাসান সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিজেকেএস সহ-সভাপতি মোঃ হাফিজুর রহমান, বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক ও সিজেকেএস এর অতিরিক্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ শাহাবুদ্দীন শামীম এবং উক্ত দাবা চ্যাম্পিয়নশীপের পৃষ্টপোষক প্রতিষ্ঠান আমিন এন্ড সন্স এর স্বত্বাধিকারী ও সিজেকেএস যুগ্ম-সম্পাদক আমিনুল ইসলাম। সিজেকেএস দাবা কমিটির সম্পাদক তনিমা পারভীনের এর সভাপতিত্বে এবং সদস্য প্রকৌশলী এস এম তারেক এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিজেকেএস নির্বাহী সদস্য জহির আহমদ চৌধুরী, মোহাম্মদ ইউসুফ, সিজেকেএস কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, দাবা কমিটির যুগ্ম-সম্পাদক রাকিবুল ইসলাম সাচ্চু, সদস্য ফিদে মাষ্টার আব্দুল মালেক, মোঃ মহসিন জামাল পাপ্পু, সৈয়দ আব্দুল আহাদ, মোঃ আলী কায়ছার, নাছির হাসান, কামরুল ইসলাম প্রমূখ।
উক্ত চ্যাম্পিয়নশীপে ৫জন মহিলা দাবাড়––, ৪৩জন রেটেড দাবাড়–সহ মোট ৬৪জন দাবাড়– অংশগ্রহণ করেন। উক্ত চ্যাম্পিয়নশীপে বিশ্বদাবার নিয়ন্ত্রক সংস্থা ফিদে কর্তৃক স্বীকৃত আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা ৮ রাউন্ড সুইসলীগ পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার শীর্ষ ৬ জন খেলোয়াড় ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় বি-দাবা চ্যাম্পিয়নশীপে চট্টগ্রাম জেলার প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করবে। চ্যাম্পিয়নশীপে আরবিটরের দায়িত্ব পালন করতেছেন মহিলা ফিদে মাষ্টার তনিমা পারভীন ও প্রকৌশলী এস.এম তারেক।