শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে গতকাল দুইটি খেলা অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় কর কর্মচারী কল্যাণ সংসদ ৩-০ গোলে আরাফাত রহমান স্মৃতি সংসদকে পরাজিত করে। সেরা খেলোয়াড় নির্বাচিত হয় মিঠু শেখ। সেরা খেলোয়াড়ের ক্রেস্ট প্রদান করেন বিশিষ্ট ফুটবল কোচ আবুল কাশেম। দ্বিতীয় খেলায় শহীদ নজরুল ইসলাম স্মৃতি সংসদ ১-০ গোলে স্পোর্টস ক্লাব-৯৮ দলকে পরাজিত করে।
সেরা খেলোয়াড় নির্বাচিত হয় আলিফ। সেরা খেলোয়াড়ের ট্রফি প্রদান করেন চট্টগ্রাম ল্যান্ড কাস্টমস এর প্রাক্তন কৃতি ফুটবলার আব্দুল্লাহ আল মামুন।