সিজিএস কলোনী শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে গতকাল দুইটি খেলা অনুষ্ঠিত হয়। গ্রুপ পর্যায়ে শেষ খেলায় চট্টগ্রাম কর কর্মচারী কল্যান সংসদ ১- ০ গোলে বি ফ্রেশ সুইটস এন্ড বেকারস মাদার্শা – হাটহাজারী কে পরাজিত করে। খেলা শেষে পুরস্কার প্রদান করেন জাতীয় কোচ ও চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার সিনিয়র জয়েন্ট সেক্রেটারি ইবাদুল হক লুলু।