সিচো কর্পোরেট কাপ সিজন-৩ সম্পন্ন

1

শীর্ষস্থানীয় কর্পোরেট দলগুলোর মধ্যে চরম প্রতিদ্বন্দ্বিতা ও ক্রীড়াসুলভ মানসিকতার এক রোমাঞ্চকর প্রদর্শনীর মাধ্যমে শেষ হয়েছে সিচো কর্পোরেট কাপ সিজন-৩। টুর্নামেন্টে ক্রিকেট চ্যাম্পিয়ন এশিয়ান গ্রুপ ও রানার-আপ হয়েছে রবি। ফুটবলে বনফুল শিরোপা জয় করেছে আর সিচো গ্রুপ রানার-আপ। প্লেট ক্যাটাগরিতে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ক্রিকেট চ্যাম্পিয়ন আর পিএইচপি ফ্যামিলি রানার-আপ হয়েছে। সমাপনী অনুষ্ঠানে অতিথি ছিলেন সাইফুল ইসলাম চৌধুরী, এস.এস হাসান চৌধুরী, মো. হাসনাইন আরাফাত, ইশমাম চৌধুরী, ফজলে দাইয়ান, মোদাস্সার আহমেদ সিদ্দিক এফসিএ, আরহাম শাফিয়েল চৌধুরী, রাফিয়েল চৌধুরী এবং সিচো অ্যারেনার পরিচালকবৃন্দ। এই টুর্নামেন্টের সাফল্যে বিশেষ ভূমিকা রেখেছে ইঝ গ্রুপ, চৌধুরী গ্রুপ, চঐচ ফ্যামিলি, ইঝজগ, ওঔজ অফিসিয়াল, স্পোর্টিফাই ইভেন্টস এবং গঅঝ।