সিঙ্গাপুরে মাঝখানে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা কমে এলেও হঠাৎ করেই তা আবার বাড়তে শুরু করেছে। গত ১৫ মার্চ একদিনে সর্বোচ্চ ১৪ জন আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছে সিঙ্গাপুর স্বাস্থ্য মন্ত্রণালয়। গত কয়েকদিনে গড়ে ১০ থেকে ১৩ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী সনাক্ত হচ্ছে। তবে নতুন আক্রান্তদের বেশিরভাগেরই বাহিরের দেশগুলোর সঙ্গে যোগ রয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে, গতকালের ১৪ জনসহ মোট ২২৬ জন করোনাভাইরাসে আক্রান্তের হয়েছেন। তবে এরই মধ্যে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ১০৫ জন। সোমবারের ১৪ জনের মধ্যে ৯ জনেরও আক্রান্ত অন্যান্য দেশগুলোর সাথে যোগ রয়েছে। তাই সর্তকতা অবলম্বনের জন্য সিঙ্গাপুর সরকার ৭ টি দেশকে নিষিদ্ধ করেছে।এ সাতটি দেশ থেকে সিঙ্গাপুর ভ্রমণে যাওয়া যাবে না এমনকি সিঙ্গাপুরকে ট্রানজিট হিসেবেও ব্যবহার করা যাবে না। দেশগুলো হল : চীন ফ্রান্স,জার্মানি, ইতালি,ইরান, দক্ষিন কোরিয়া ও স্পেন। তাছাড়া, সিঙ্গাপুরে বসবাসকারীদের কিছু দেশে ভ্রমণের ক্ষেত্রে কড়া নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।