ফটিকছড়ি প্রতিনিধি
ফটিকছড়ির ভূজপুর থানা এলাকায় চোরাই পথে নিয়ে আসা অবৈধ সিগারেটের ফিল্টারসহ একটি মিনি কার্ভাড ভ্যান আটক করেছে ভ‚জপুর থানা পুলিশ।
২৬ ডিসেম্বর বিকালে সাড়ে ৫টার দিকে দাঁতমারা এলাকা থেকে মিনি কার্ভাড ভ্যানটিকে ধাওয়া করে হারুয়ালছড়ি শান্তিরহাট এলাকায় থেকে আটক করা হয়। এ ঘটনায় আটক ২জন দাঁতমারা সিকদারখিল এলাকার মোহাম্মদ ফারুক ও ছুরামুনি এলাকার মোঃ ফয়েজকে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে পুলিশ।
পুলিশ জানায়- গাড়িটি থেকে ৫ লক্ষ ১০ হাজার টাকা ম‚ল্যের ৩০ কার্টুন সাদা রংয়ের সিগারেটের ফিল্টার, ৩৮ হাজার ৪ শত টাকা ম‚ল্যের ৮ কার্টুন লিটন বিড়ি উদ্ধার করা হয়। ভ্যানটি (যার রেজি নং-চট্ট মেট্রো ন ১১-৮৩০৩) জব্দ করা হয়।
ভ‚জপুর থানার উপ পরিদর্শক মুনাফ জানান, এ ঘটনায় মামলা হয়েছে। আটককৃত দাঁতমারা সিকদারখিল এলাকার মোহাম্মদ ফারুক ও ছুরামুনি এলাকার মোঃ ফয়েজকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ভারত থেকে চোরাই পথে বাগানবাজার ও দাঁতমারা এলাকা দিয়ে অবৈধ মাদকদ্রব্যসহ বিভিন্ন অবৈধ পণ্যের রমরমা বাণিজ্য চালিয়ে যাচ্ছে একটি চক্র। বিভিন্ন সময় এ চক্রের অনেকে আটক হলেও ধরাছোঁয়ার বাইরে রয়ে যায় ম‚লহোতারা।