সিকো কর্পোরেট কাপ সিজন-৩ কাল শুরু

1

স্পোর্টস ডেস্ক

স্পোর্টিফাই ইভেন্টস আয়োজিত সিকো কর্পোরেট কাপ সিজন-৩ সিকো অ্যারেনায় শুরু হচ্ছে আগামীকাল ২৪ জানুয়ারি। এই টুর্নামেন্টে অংশ নেবে শীর্ষ কর্পোরেট দলগুলো, যার মধ্যে রয়েছে বিএস গ্রুপ, বনফুল, এশিয়ান গ্রুপ, পিএইচপি ফ্যামিলি, চতুষ্কোণ, চৌধুরী গ্রুপ, সিকোগ্রুপ, বিএসআরএম, সিটি ব্যাংক, নিটমুন, আধুনা, রবি, রিলায়েন্স এবং পাঠাও। গতকাল সিকো অ্যারেনাতে আয়োজিত মিট দ্য প্রেস এ উপস্থিত ছিলেন সিকো গ্রুপ এর ব্যবস্থাপনা পরিচালক এ এম এম সাইফুল ইসলাম চৌধুরী এবং পরিচালক ইশমাম চৌধুরী, আরহাম শাফিয়েল চৌধুরী, রাফিয়েল হিশাম চৌধুরী এবং স্পোর্টিফাই ইভেন্টসের স্বত্বাধিকারী ফজলে দাইয়ান। এ সময় টুর্নামেন্টের ট্রফি এবং অফিসিয়াল জার্সি উন্মোচন করা হয় এবং টুর্নামেন্টের ফরম্যাট ও নিয়মাবলী নিয়ে আলোচনা করা হয়। এবারের টুর্নামেন্টে রয়েছে সাড়ে ৪ লাখ টাকার প্রাইজমানি, যার মধ্যে চ্যাম্পিয়ন এক লঅখ, রানার আপ ৭৫ হাজার এবং মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার ৫০ হাজার টাকা। এবার ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্টে ১২টি করে দল অংশ নিচ্ছে।