সিএসসিআর কার্ডিয়াকে হার্ট ফেইলিউর এর চিকিৎসা সিআরটিপি সম্পন্ন

4

হার্টের স্বাভাবিক কার্যক্ষমতা অনেক হ্রাস পাওয়ার পর যে সকল রোগীদের বাইপাস করা বা রিং লাগানোর সুযোগ থাকে না, তখন CRTP (Cardiac Resynchronisation Therapy Pacemaker) নামক ডিভাইস সংযোজন করে হার্টের কর্মক্ষমতা অনেক বৃদ্ধি করা যায়। উল্লেখ্য, মানুষের হার্টের কার্যক্ষমতা (Ejection Fraction) সাধারণত ৫৫% শতাংশের বেশি থাকে। তেমনই একজন রোগীর শরীরে গতকাল সিআরটিপি ডিভাইসটি সংযোজন করা হয় সিএসসিআর কার্ডিয়াক হাসপাতালে। ২০০৯ সালে বাইপাস সার্জারি করা রোগীটির প্রতিস্থাপিত রক্তনালীগুলি বন্ধ হয়ে যাওয়ায় রোগীর হার্টের কর্মক্ষমতা ২০% শতাংশে নেমে আসে। CRTP করার পর রোগী বর্তমানে সম্পূর্ণ সুস্থ আছেন। প্রক্রিয়াটি সফলভাবে সম্পন্ন করেন প্রতিষ্ঠানটির ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট, সহযোগী অধ্যাপক ডা. আনিসুল আউয়াল। তার সাথে ছিলেন সিএসসিআর কার্ডিয়াক এর ক্যাথল্যাব ডিরেক্টর সহযোগী অধ্যাপক ডা. নুরউদ্দিন তারেক ও ম্যানেজিং পার্টনার সহযোগী অধ্যাপক ডা. ইব্রাহীম চৌধুরী। প্রক্রিয়াটি সফলভাবে সম্পন্ন হওয়ার পর সিএসসিআর এর সম্মেলন কক্ষে এ বিষয়ের উপর বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে সিআরটিপি CRTP বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন ভারতের প্রখ্যাত কার্ডিয়াক ইলেকট্রোফিজিওলজিস্ট ডা. দেবব্রত বেরা। সেমিনারে সিএসসিআর এর চেয়ারম্যান ডা. মুলকুতুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ডা. একরামুল হকসহ বিশিষ্ট কার্ডিওলজিস্টবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি