সিএসইতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

1

গত ৯ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই) চট্টগ্রামের প্রধান কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করে। বিশ্বব্যাপী, ইভেন্টটির এই বছরের থিমটি হলো ‘নারী এবং মেয়েদের জন্য রিং দ্যা বেল: অধিকার, সমতা এবং ক্ষমতায়ন’। আন্তর্জাতিক নারী দিবস উদযাপনের লক্ষে সারা বিশ্বজুড়ে স্টক এক্সচেঞ্জগুলি জাতিসংঘের সাসটেইনেবল স্টক এক্সচেঞ্জেস ইনিশিয়েটিভ, ওয়ার্ল্ড ফেডারেশন অফ এক্সচেঞ্জেস, ইউ এন ওমেন, ইউএন গ্লোবাল কম্পেক্ট এবং ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন এই প্রতিষ্ঠান গুলির সাথে ‘রিং দা বেল’ কার্যক্রম উদযাপন করে আসছে। ব্যবসা ও টেকসই উন্নয়নের জন্য গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধিই এই প্রোগ্রামের মূল লক্ষ্য। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএসইর ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার। এছাড়াও চিফ রেগুলেটরি অফিসার, মোহাম্মেদ মাহাদি হাসান, সিএফএ এবং সিএসইর অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্যে সিএসইর ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার বলেন, দেশীয় এবং আন্তর্জাতিক পরিমন্ডলের সাথে একাত্ম ঘোষণা করে সিএসইতে আমরা প্রতি বছর নারী দিবসের পালনের মাধ্যমে নতুন কমিটমেন্ট সেট করি এবং কাজের পরিবেশ আরও সুদৃঢ় করার ব্যাপারে অঙ্গীকারবদ্ধ হই। এক্সচেঞ্জ হিসেবে আমাদেরও অনেক দায়বদ্ধতা আছে। চিফ রেগুলেটরি অফিসার মোহাম্মেদ মাহাদি হাসান বলেন, কর্পোরেট কর্মক্ষেত্রে সেলিব্রাল ইকুয়ালিটি থাকা বেশ জরুরি, যদিও এই ব্যাপারে আমাদেও দেশ এখনও বেশ জেনারাল ম্যানেজার এন্ড হেড অফ ইনফর্মেশন টেকনোলজি মোহাম্মেদ মেজবাহ উদ্দিন বলেন, কাজের ক্ষেত্রে প্রত্যেককে প্রত্যেকের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে। হেড অফ ট্রেক মার্কেটিং সার্ভিসেস মো. মুর্তজা আলম বলেন, আজকের প্রতিপাদ্য বিষয়ের সাথে রিকগনিশন বিষয়টাও থাকা জরুরি। সোনিয়া হোসেন বলেন, শুধু একটি দিন নয় প্রতিটি দিনই আমাদেরকে পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হবে। পরিশেষে নারী কর্মকর্তাদেরকে ফুল ও শুভেচ্ছা স্মারক দিয়ে সম্মানিত করা হয়। বিজ্ঞপ্তি