গত ১৬ মার্চ বেলা ১১টায় দামপাড়া পুলিশ লাইন্স কনফারেন্স হলে জানুয়ারী ২০২০ মাসের সিএমপি সেবা তহবিল হতে আর্থিক অনুদান প্রদান ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমান, বিপিএম, পিপিএম । পুলিশ কমিশনার মহোদয় আরআই, সিএমপি, জনাব আবু তৈয়ব মজুমদার ও প্রশাসনিক কর্মকর্তা মোঃ আবু জাফর সিকদার কে বিদায় সংবর্ধনা প্রদান করেন। আরআই, সিএমপি, আবু তৈয়ব মজুমদার দীর্ঘ প্রায় ৩৯ বছর যাবৎ অত্যান্ত দক্ষতা ও সুনামের সাথে কর্মজীবন শেষ করে ১৬ মার্চ পিআরএল এ গমন করেন। এছাড়াও প্রশাসনিক কর্মকর্তা মোঃ আবু জাফর সিকদার দীর্ঘ প্রায় ৩৩ বছর যাবৎ অত্যান্ত দক্ষতা ও সুনামের সাথে কর্মজীবন শেষ করে ৩ ফেব্রæয়ারি পিআরএল এ গমন করেন। এসময় পুলিশ কমিশনার মহোদয় তাদের হাতে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী তুলে দেন। পুলিশ কমিশনার মহোদয় প্রতিবারের ধারাবাহিকতায় সিএমপিতে কর্মরত ২৯ জন পুলিশ সদস্যকে সিএমপি সেবা তহবিল হতে ৬,২৩,৪০০ (ছয় লক্ষ তেইশ হাজার চাঁরশত) টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। পুলিশ সদস্যদের ব্যক্তিগত বা পরিবারের সদস্যদের অসুস্থতায় চিকিৎসা সহায়তা বাবদ এই আর্থিক সহায়তা প্রদান করা হয়। এসময় সেখানে অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগম, বিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এস. এম. মোস্তাক আহমেদ খান বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) শ্যামল কুমার নাথ সহ পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি