চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর পরিচালক এসএম আবু তৈয়ব চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) জন্য ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) ও মাস্ক উপহার দিয়েছেন। গত বৃহস্পতিবার সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমানের হাতে এসব পিপিই ও মাস্ক তুলে দেন তিনি।
এ ব্যাপারে এসএম আবু তৈয়ব জানান, একেবারে স্বল্প নোটিশে কিছু পিপিই ও মাস্ক সিএমপিকে দেওয়া হয়েছে। কাপড় পাওয়া যাচ্ছে না, নয়তো আরো দিতে পারতাম। তবে চেষ্টা করছি চায়না থেকে কিছু ইউরোপ স্ট্যান্ডার্ড পিপিই আনার জন্য। আশা করছি সহসা হাতে পাবো।
করোনাভাইরাস প্রতিরোধে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, আইনশৃঙ্খলা বাহিনী, সংবাদ কর্মীসহ যারা ঝুঁকি নিয়ে যুদ্ধ করছে- সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এই ব্যবসায়ী নেতা। করোনা প্রতিরোধে সিএমপি’র তৎপরতা প্রশংসনীয় উল্লেখ করে তিনি বলেন, ঘরে অবস্থান করে আমরাও এই যুদ্ধে শামিল হতে পারি। আল্লাহ আমাদের এই দুর্যোগ থেকে রক্ষা করুন। বিজ্ঞপ্তি